ভান্ডারিয়ায় স্বামী আটক, চট্টগ্রামে স্ত্রীকে হত্যা


চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে খুনের ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারী স্বামী আলী আজগর আকনকে পিরোজপুর ভান্ডারিয়া থেকে আটক করেছে র‌্যাব। গতকাল রবিবার দুপুরে উপজেলার ধাওয়া ইউনিয়নের দক্ষিণ রাজপাশা এলাকার এসকেন্দার আলীর বাড়ি থেকে র‌্যাব ৭ এবং ৮ এর যৌথ অভিযানে তাকে আটক করে। আলী আজগর আকন (৩৫) উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের মকবুল আকনের পুত্র।




নিহত গৃহবধুর শিরিনা আক্তার (৩৫) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় একটি গার্মেন্টসে চাকুরী করতেন এবং তার স্বামী আলী আজগর আক্তন পেশায় একজন রিক্সা চালক। তারা ইপিজেড এলাকায় আকমল আলী রোড ৬০ কলোনির একটি বাসায় ভাড়া থাকতেন এবং তাদের সংসারে ৩টি কন্যা সন্তান রয়েছে। সংসারের বিভিন্ন বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথাকাটাকাটি এবং ঝগড়া হত। গত ২৫ আগস্ট বিকাল চারটায় নিহত গৃহবধূ গার্মেন্টস থেকে ডিউটি শেষ করে বাসায় আসে। ঐদিন রাত আনুমানিক ১০ টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি এবং ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আলী আজগল্প তার স্ত্রীকে মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যা করে ভান্ডারিয়ায় পালিয়ে আসে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব ৭ এবং ৮ এর যৌথ অভিযানে তাকে আটক করে। আলী আজগড়কে গ্রেফতারের পর তার স্ত্রীকে হত্যার কথা স্বিকার করেছে। র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানাযায়।









সংগ্রহীত : পিরোজপুর সময়

 

Comments