পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আয়শা বেগম (৪০) ও মো. বাবুল হাওলাদার (৪২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার নদমূলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।
জানা গেছে, গ্রেপ্তারকৃত আয়শা বেগম উপজেলার চরখালী গ্রামের দুলাল খানের স্ত্রী। তার বাবার বাড়ি কক্সবাজার জেলার মহেষখালী উপজেলায়। সে ওই উপজেলার আবু তাহের এর মেয়ে। বাবুল হাওলাদার উপজেলার নদমুলা গ্রামের আঃ রশিদ এর ছেলে।
জেলা ডিবি পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন জসিম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা গ্রামে অভিযান চালানো হয়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও পরবর্তীতে তাদের গ্রেফতার করা হয়।
ভান্ডারিয়া থানার অফিসার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, ডিবি পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত দুই আসামীকে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
Comments
Post a Comment