ডায়রিয়া আক্রান্ত ভান্ডারিয়ায়

 ভান্ডারিয়ায় ডায়রিয়া আক্রান্ত রোগী বাড়ছে। প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ জন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। ফলে ডায়রিয়া ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকায় হাসপাতালের মেঝেতে থাকছে ডায়রিয়া রোগীরা। বর্তমানে অবস্থা এমন হয়েছে মেঝেতে জায়গা না পেয়ে বারান্দায় চলছে চিকিৎসা।




ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) ৪৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহে ২৪৫ থেকে ২৮০ জন, এবং এক মাসে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়ে ৪৪৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।



বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বেড না থাকায় অপরিচ্ছন্ন মেঝেতে গাদাগাদি করে থাকছেন রোগীরা। এতে রোগীর সঙ্গে থাকা স্বজনরাও আছেন ডায়রিয়া ঝুঁকিতে।

ডায়রিয়ায় আক্রান্ত শিশু সোলাইমান (৭ বছর) এর মা বলেন, ‘আমার ছেলেকে গতকাল সকালে হাসপাতালে ভর্তি করেছি। কিছুক্ষণ পর পর রোগী আসছে।

পৌর শহরের ডায়রিয়ায় আক্রান্ত সোহেল কাজি বলেন, গতকাল হঠাত অসুস্থ হয়ে পরি। হাসপাতালের পাশেই বাড়ি হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি হয়েছি। চিকিৎসকরা সঠিকভাবে চিকিৎসা দিচ্ছেন। তবে হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন।’

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি বলেন, শুষ্ক মৌসুমে ডায়রিয়া রোগী বৃদ্ধি পাচ্ছে। তবে, আমাদের প্রস্তুতি যথেষ্ট। রোগীদের সেবা নিশ্চিত করতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।


Comments