জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান এর আগমন উপলক্ষে ভান্ডারিয়ায় আনন্দ মিছিল

 


সাবেক মন্ত্রী ও ১২৮ পিরোজপুর – ০২ আসনের সাংসদ আনোয়ার হোসেন মঞ্জুর নিজ নির্বাচনী এলাকা ভান্ডারিয়া-কাউখালী- ইন্দুরকানী সফর উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি জেপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


আজ শনিবার (০৩ অক্টোবর, ২০২০) বিকেলে দলটির ভান্ডারিয়া পার্টি অফিসের সামনে থেকে মিছল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যথাস্থানে গিয়ে শেষ হয়। প্রিয় নেতার আগমনে দলের নেতাকর্মীদের মাঝে খুশির বন্যা বয়ে যাচ্ছে। যার কারণে শুভেচ্ছা স্বাগতম তোরণে ভরে গেছে ভান্ডারিয়ার জনপদ।

দলীয় সূত্রে জানাগেছে, জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পিরোজপুর ০২ আসনের সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু আগামীকাল রবিবার ( ০৪ অক্টোবর) ভান্ডারিয়া আগমন করবেন এবং আগামী ০৮ অক্টোবর পর্যন্ত তার নিজ বাড়ীতে অবস্থান করে ভান্ডারিয়া ও কাউখালী উপজেলা সফর করবেন।



Comments