রাস্তার ভোগান্তি জানো কমছেই না অতিষ্ঠ সাধারণজনগণ

 


নতুন কাজ আসে আবার যায় রাস্তার অবস্থা কিছু দিন না যেতেই আগের মতই রয়ে যায় ভোগান্তি পোহাতে হয় হাজার হাজার সাধারণ মানুষ ও ড্রাইভার এবং যাত্রী দের। 

এ যেনো যাত্রা সঙ্গী হয়েই চলছে জীবন। 

 তাই অতিষ্ঠ হয়ে কাজে নেমে পরলো রিকশা চালক ও সাধারণ জনগণ।

ভোগান্তি কমাতে পারবে না সবটুকু। 

তবুও শ্রম দিয়ে চেষ্টা করছে দিন রাত যাতে সাধারণ মানুষ, ড্রাইভার ও যাত্রী একটু স্বাচ্ছন্দে চলতে পারে। 


Comments