”ঝুকি হ্রাসে সুশাসন নিশ্চিত টেকসই উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে ভান্ডারিয়ায় আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আবাসিক বাসা বাড়ি,অফিস সহ যে কোন স্থানে অগ্নি সংযোগ হলে তা কি ভাবে তা নির্বাপন করা হয় সে বিষয়ে এক মহড়া প্রদর্শন করা হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার , মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার কাজী নজরুল ইসলাম , সরকারি,বে-সরকারি কর্মকর্তা এবং সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩সদস্য একটি টীম অংশ নেয়।
Comments
Post a Comment