পিরোজপুরের ভান্ডারিয়া তেলিখালি ইউনিয়নের জুনিয়া গ্রামে সিমেন্ট বোঝাই ট্রলার ডুবিতে মালিক কাইউম (৪৫)এর লাশ উদ্ধার করেছে বরিশাল ডুবুরি ইউনিট। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কচা নদীতে ভাঙনের ফলে পাড়ে নোঙরকৃত ট্রলারটি ডুবে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নদী ভাঙনের ফলে হঠাৎ ট্রলারটি ডুবতে শুরু করে, এসময় ভেতর থাকা দুজন সাতরে পাড়ে উঠে যায়। কিন্তু ট্রলারের কেবিনে থাকা মালিক উঠতে পারেনি।
পরবর্তীতে উদ্ধার তঃৎপরতা চালায় ভান্ডারিয়া ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করেন তেলিখালী ইউনিয়ন চেয়ারম্যান শামসু উদ্দিন হাওলাদার।
ভান্ডারিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফারুক হোসেন হাওলাদার জানান, গতকাল (বৃহাস্পতিবার) রাত ৮ টা থেকেই চলে উদ্ধার তৎপরঃতা। আজ (শুক্রবার) বরিশাল থেকে ডুবুরি টিম এসে সকাল ১০ টার দিকে ডুবন্ত ট্রলারের কেবিন থেকে মালিকের মরদের উদ্ধার করে।
মৃত কাইউম (৪৫) বাগেরহাট জেলার মোড়লগঞ্জের বাসিন্দা। লাশটি ভান্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তন্তর করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Comments
Post a Comment