মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মা আর নেই

 


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট

শ ম রেজাউল করিম এমপি'র মা মাজেদা বেগম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)


সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর এবং তিনি পাঁচ পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।


মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তারাবুনিয়া ঈদগাহ মাঠে।জানাজা শেষে তাঁর বাবার কবরের পাশে মরহুমাকে সমাহিত করা হবে বলে জানা গেছে।


শ ম রেজাউল করিম এমপি’র মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন শ ম রেজাউল করিম।


Comments