ভান্ডারিয়ায় অজ্ঞাতো যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার




পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুরের একটি খাল থেকে মাথা বিহীন অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


আজ মঙ্গলবার সকালে গৌরিপুর ইউনিয়নের পৈকখালী গ্রামের ভারানী খালের কাওসার ফরাজির মসজিদের ঘাট থেকে এ মাথাবিহীন অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয় বলে জানান ভান্ডারিয়া থানার ওসি এস.এম মাকসুদুর রহমান। ভান্ডারিয়া থানার ওসি এস.এম মাকসুদুর রহমান জানান, সকালে পৈকখালী গ্রামের ভারানী খালের কাওসার ফরাজির মসজিদের ঘাটের পাশে মাথা বিহীন একটি লাশ ভাসতে দেখে স্থানীরা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাথা বিহীন ঐ যুবকের লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা এখনো বের করা সম্ভব হয়নি। ওসি এসএম মাকসুদুর রহমান আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের ও আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। এছাড়াও নিহত যুবকের মাথা উদ্ধার সহ ঘটনার সাথে জড়িতদের আটককের চেষ্টা করছে পুলিশ।

Comments