ভাণ্ডারিয়ায় আগুনে ৮ দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি, এক লক্ষ টাকা সহায়তা


 পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পৈকখালী বাজারে মঙ্গলবার শেষরাতে আগুন লেগে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করছেন।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ধারণা করা হচ্ছে রাত ৩টার দিকে বাজারের একটি লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাণ্ডারিয়া ও কাঠালিয়া দমকল বাহিনীর দু’টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে মুদি, মনোহরি, লন্ড্রি, ওষুধ ও মোবাইলের আটটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। 


নগদ এক লক্ষ টাকা দিয়ে আর্থিক সাহায্য করেন ও পূর্ণবাসনের আস্বাস প্রাণদা করেন ভান্ডারিয়ার উপজেলা চেয়ারম্যান জনাব মিরাজুল ইসলাম।      

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ধারণা করা হচ্ছে রাত ৩টার দিকে বাজারের একটি লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাণ্ডারিয়া ও কাঠালিয়া দমকল বাহিনীর দু’টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে মুদি, মনোহরি, লন্ড্রি, ওষুধ ও মোবাইলের আটটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। 

Comments