হাইকোর্ট এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা ও নিয়মনীতি উপেক্ষা করে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের বিভিন্ন স্থানে টোল আদালয়ের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভা থেকে ইজারা নিয়ে পোনা সেতু সংলগ্ন ওভার ব্রীজের নিজে এবং উপরে, বাসস্ট্যান্ড, টিএন্ডটি অফিসের সামনে, ভুবনেস্বর ব্রীজের উত্তর পাড়, রিজার্ভ পুকুর পাড়, ভান্ডারিয়া হাইওয়েসহ মোট ৮টি স্পটে এসব টোল উত্তোলন করা হচ্ছে। বাস ট্রাকা ছাড়াও রেজিষ্ট্রেশন ও ফিটনেস বিহীন শত শত ট্রলার টেম্পো, নছিমন, করিমন, মোটর সাইকেল, ব্যাটারি চালিত রিক্সাসহ অবৈধ যানবাহন পৌরসভার টোল দিয়েই রাতারাতি বৈধ হয়ে যাচ্ছে। এসব গাড়ীর কাগজ পত্র দেখতে চাইলে পৌরসভার টোলের স্লীপ প্রদর্শন করে তারা। বসুন্ধারা পেপার মিলসের ট্রাক (ঢাকা মেট্রো-২৭৪২) ড্রাইভার মো. বশির আহমেদ অভিযোগ করে বলেন, বরিশাল-ভান্ডারিয়া-মঠাবাড়িয়া আঞ্চলিক মহাসড়কে দিয়ে যাতায়াত করার সময় বটতলা দিয়ে প্রবেশ করে ভান্ডারিয়া পৌরসভা এলকার মধ্যে প্রবেশ করলেই ৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত টোল প্রদান করতে হয়। ট্রাক মালিক (ঢাকা মেট্রো ট-২০৮৮৯৮) মিজান বেপারী জানান, রাতে ট্রাকে মালামাল নিয়ে ভান্ডারিয়া বাজারে প্রবেশ করলে ২শ’ টাকা দিতে হয়। আবার পরের দিন সকালে খালি ট্রাক নিয়ে বের হলে আবারও ২শ’ টাকা দিতে হয়। আমরা সারাদেশে গাড়ি নিয়ে যাই কিন্তু কোথাও হাইওয়ে সড়কে টোল দেয়ার নজির নেই। এছাড়া অন্য পৌর শহরে গাড়ি প্রতি মাত্র ৫০ টাকা টোল আদায় করা হয় অথচ ভান্ডারিয়ায় প্রায় চারগুণ অর্থ আদায় করা হয়।
বসুন্ধারাসহ একাধিক কোম্পানীর পরিবেশক মো. আবু তাহের অভিযোগ করে বলেন, কোম্পানীর গাড়ি ভান্ডারিয়া প্রবেশ করলে টোল উত্তোলনের নামে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। এছাড়া অন্যান্য পৌরসভার নির্ধারিত টোলের ২ থেকে ৩ গুণ টাকা ভান্ডারিয়ায় দিতে হয়। তাদের এর প্রতিবাদ করলে ইজারাদারদের হাতে নাজেহাল হতে হয়। এ ব্যাপারে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলমের বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
দেশের কোন পৌরসভায় এ ধরণের নজির দেখা না গেলেও ভান্ডারিয়া পৌরসভার টোল আদায়কারীদের কর্মকান্ডে হতাশ সাধারণ মানুষ।
অথচ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর এ্যাক্ট শাখার স্মারক ২০১৫ সনে ৩ ডিসেম্বর এসব টোল আদায় অবৈধ ঘোষণা করে টোল আদায় বন্ধ ঘোষণা করা হয়।
ভান্ডারিয়ার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম বলেন, পৌরসভার মধ্যে পার্কিং করে পণ্য অথবা যাত্রী উঠা নামা করালে ওই সকল গাড়ীর পৌরসভার টোল দিতে হবে।
Comments
Post a Comment