মঠবাড়িয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর

  






পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।  


শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয় বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন দুলাল।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন এ হামলার নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে।  


উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক বাদল বলেন, শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সন্ধ্যায় ছাত্রলীগের কয়েকজন এসে সেখানে হামলা চালান।


প্রত্যক্ষদর্শী বিএনপির একাধিক নেতাকর্মী বাংলানিউজকে জানান, শনিবার সন্ধ্যার  পরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার মিলনের নেতৃত্বে ছাত্রলীগের  ২৫/৩০ জন নেতাকর্মী দেশি অস্ত্র নিয়ে বিএনপি কার্যালয়ে ঢুকে কয়েকটি চেয়ার ভাঙচুর করেন এবং গালিগালাজ করেন।

তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার মিলন।  

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে তারা কিছু জানেন না।


 


Comments