ভান্ডারিয়ার বুকে নিক্সন চৌধুরী, শুভেচ্ছায় ভান্ডারিয়া বাসি



জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি  আজ বৃহস্পতিবার ৬দিনের সফরে ভাণ্ডারিয়ায় আসছিলেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে থাকছেন সহধর্মীনি জেপি’র প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন ও মেয়ে জামাই ফরিদপুর-৪ আসনের এমপি মো: মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। সকালে ঢাকা থেকে ভাণ্ডারিয়ার উদ্দেশ্যে সড়ক পথে আসছেন। বিকেলে স্থাণীয় বাসস্ট্যান্ড কলেমা চত্বর জেপির অফিসে উপজেলা জাতীয় পার্টি-জেপি আয়োজিত বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কভিড-১৯) হতে পরিত্রানে দোয়া-মোনাজাতে প্রধান অতিথি হিসেবে অংশ নিল
ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো: মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এই প্রথম ভাণ্ডারিয়া সফরে আসায় জেপি’র নেতা-কর্মীরা তাকে বরণ করতে ব্যাপক আয়োজন গ্রহন করেছেন। আয়োজনের মধ্যে রয়েছে সৌন্দর্য বর্ধণের কাজ, আলোকশয্যা সহ ভাণ্ডারিয়াা বিভিন্ন সড়কে তোরণ, নেতা কর্মীদের ছবি সংবলিত ব্যানার, পোষ্টার লাগানো।

তার নির্বাচনী এলাকা ১২৮,পিরোজপুর-২, ভাণ্ডারিয়া- কাউখালী- ইন্দুরকানী ছাড়াও পার্শবর্তী রাজাপুর, ঝালকাঠী, পিরোজপুর, মঠবাড়িয়া, কাঠালিয়া জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃর্ন্দ জেপি’র চেয়ারম্যান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে সামাজিক দুরত্ব বজায় রেখে ফুলেল শুভেচ্ছা জানালেন।
আগামী ১৭জুলাই থেকে ২০জুলাই পর্যন্ত আনোয়ার হোসেন মঞ্জু এমপি তার নির্বাচনী এলাকা ভাণ্ডারিয়্ণ্ডাকাউখালী-ইন্দুরকানী উপজেলায় আম্পাানে ক্ষতিগ্রস্থ সুবিধাভোগী পরিবারের মাঝে সরকারি ঢেউটিন, ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ সহ বেশকিছু কর্মসূচি রয়েছে। এ ছাড়াও আনোয়ার হোসেন মঞ্জু এমপি ২০জুলাই ভাণ্ডারারিয়া হাসপাতাল মাঠে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিম এর স্মরণসভা উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোয়ায় অংশ নেবেন।

Comments