গত -২৬ শে জুলাই ২০২০ /
রবিবার, রাত আনুমানিক ৯ টার সময়,
ভান্ডারিয়ার একদল কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী,
দিন মজুর জসিমের উপর আতর্কিত হামলা চালায়,
ভান্ডারিয়া সার্কিট হাউজের সামনে -
শত শত মানুষের সামনে জসিম কে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কুপিয়ে আহত করে,
জীবন বাঁচাতে জসিম দৌড়ে রাজুর হোটেলে আশ্রয় নেয়, কিন্তু দয়া মায়াহীন সন্ত্রাসীরা তাকে হোটেলের ভিতর ঢুকে রাম দাও দিয়ে কোপায়।
তারপর তারা অস্ত্র উচিয়ে সবার চোখের সামনে দিয়ে বুনো উল্লাস করতে করতে চলে যাায়।
এভাবে যদি ওপেনে মানুষের ব্যাবসা প্রতিষ্ঠানে ঢুকে কারো উপর হামলা করা হয়, এর চেয়ে লজ্জাজনক ঘটনা কি হতে পারে।
জসিমের মাথায় ২৬ টি সেলাই দেয়া হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক তাকে আসংকাজনক অবস্থায় বরিশাল নিয়ে যেতে বলে।
কিন্তু দিন মজুর জসিমের বাবা নেই, মা ঢাকায় গার্মেন্টসে চাকুরী করে, জসিম তার নানীর কাছে থাকে।
আর্থিক সমস্যার কারনে এবং প্রায় ৭০ বছর বয়সী অসুস্থ নানীর পক্ষে তাকে বরিশাল নিয়ে যাওয়া সম্ভব হবেনা--
জসিমের শারীরিক অবস্থার অবনতী
সিটিস্কান করার পরে মস্তিস্কে রক্তক্ষরন দেখা গিয়েছে,
ভান্ডারিয়া থেকে বরিশাল পাঠানো হয়েছে,
জসিমের মাথায় অপারেশন করতে হবে,
বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জসিম কে ঢাকা মেডিকেলে রেফার করে দিয়েছেন।
এখন পর্যন্ত জসিমের চিকিৎসার সার্বিক সহযোগিতা করে এসেছেন -- এহসাম হাওলাদার।
Comments
Post a Comment