গত -২৬ শে জুলাই ২০২০ /
রবিবার, রাত আনুমানিক ৯ টার সময়,
ভান্ডারিয়ার একদল কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী,
দিন মজুর জসিমের উপর আতর্কিত হামলা চালায়,
ভান্ডারিয়া সার্কিট হাউজের সামনে -
শত শত মানুষের সামনে জসিম কে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী কুপিয়ে আহত করে,
জীবন বাঁচাতে জসিম দৌড়ে রাজুর হোটেলে আশ্রয় নেয়, কিন্তু দয়া মায়াহীন সন্ত্রাসীরা তাকে হোটেলের ভিতর ঢুকে রাম দাও দিয়ে কোপায়।
তারপর তারা অস্ত্র উচিয়ে সবার চোখের সামনে দিয়ে বুনো উল্লাস করতে করতে চলে যাায়।
এভাবে যদি ওপেনে মানুষের ব্যাবসা প্রতিষ্ঠানে ঢুকে কারো উপর হামলা করা হয়, এর চেয়ে লজ্জাজনক ঘটনা কি হতে পারে,
আনোয়ার হোসেন মন্জ্ঞু সাহেবের শান্তি প্রিয় ভান্ডারিয়ায় - এটা মেনে নিতে সত্যি ই খুব কষ্ট হয়।
-- তারপর -সন্ত্রাসীরা চলে গেলে, স্থানীয় লোকজন আহত জসীম কে হাসপাতালে নিয়ে যায়।
জসিমের মাথায় ২৬ টি সেলাই দেয়া হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক তাকে আসংকাজনক অবস্থায় বরিশাল নিয়ে যেতে বলে।
কিন্তু দিন মজুর জসিমের বাবা নেই, মা ঢাকায় গার্মেন্টসে চাকুরী করে, জসিম তার নানীর কাছে থাকে।
আর্থিক সমস্যার কারনে এবং প্রায় ৭০ বছর বয়সী অসুস্থ নানীর পক্ষে তাকে বরিশাল নিয়ে যাওয়া সম্ভব হবেনা--
এমনটা ভেবে তার চিকিৎসার সার্বিক দায়ীত্ব নেন--
মানবিক ছাত্রনেতা-- ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগ এর যুগ্ন-আহবায়ক--- আহাদুল ইসলাম খান রুবেল ।
ভান্ডারিয়া থানার পুলিশ সদস্যদের ধন্যবাদ না দিয়ে পারলামনা,
এদেশে আইনের শাসন চলে, আইনের উর্ধ্বে কেউ নয়, সেটা তারা প্রমান করে দিয়েছেন।
তাৎক্ষনিক অভিযান চালিয়ে ২ জন আসামিকে তার গ্রেফতার করে ইতিমধ্যে কোর্টে প্রেরন করেছেন।
এবং বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
এমতাবস্থায়-
ভান্ডারিয়ার উন্নয়নের রুপকার,
জনাব, আনোয়ার হোসেন মন্জ্ঞু ( এম পি ) সাহেবের,
দৃষ্টি আকর্ষন করছিঃ
আপনার নিজ হাতে গড়া শান্তি প্রিয় ভান্ডারিয়াকে,
কিছু সন্ত্রাসী গোষ্ঠী - অশান্ত করার প্রক্রিয়ায় লিপ্ত হয়েছে।
এদের কে বিচারের আওতায় এনে, কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যাবস্থা করা হোক।
যাতে করে আর কেউ, এভাবে নিরীহ মানুষের উপর অত্যাচার করার সাহস না পায়।
শান্তি প্রিয়তার জন্য সমগ্র বাংলাদেশে ভান্ডারিয়ার একটা সুনাম আছে,
সমগ্র বাংলাদেশ জানে - ভান্ডারিয়ার অবিসংবাদিত নেতা -- জনাব, আনোয়ার হোসেন মন্জু।
আপনার ভান্ডারিয়ায় দল মত নির্বিশেষে সবাই সমান, সবাই শান্তি প্রিয়।
এই সুনাম অক্ষুন্ন রাখার জন্য --
দিন মজুর জসিমের উপর হামলাকারীদের সকলকে--
বিচারের আওতায় আনার জোর অনুরোধ জানালেন এলাকাবাসী।
Comments
Post a Comment