ভান্ডারিয়ার জেএমবি’র এক সদস্য আটক করলেন র‌্যাব ৮




রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি'র ৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব ৮।
বুধবার রাতে তাদের গ্রেফতার করে র‌্যাব ৮ বিশেষ দল।

গ্রেফতারকৃত হলো পিরোজপুরের ভান্ডািয়ার মোঃ জিহাদুল ইসলাম (২৫), নরসিন্দির মোঃ আল- আমিন (২২) এবং নোয়াখালীর আকবর হোসেন হ্নদয় (২৩)।

আটককৃত জিহাদুল ইসলাম ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের বাসিন্দা। 
গ্রামে বসবাসত সাকায়েত হোসেন তালুকদার এর ছেলে তিনি।
রা্যাবে ৮ জানায় বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় যুক্ত ছিল জিহাদুল।

র‌্যাবের প্রাথমিক জিঙ্গাসাবাদে তাঁরা জেএমবি'র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনা জন্য গোপন মিটিং,  লিফলেট বিতরণ, আইনের বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা  চালানার মাধ্যমে সদস্য সংগ্রহ কালক্রম পরিচালনা করার কথা স্বীকার করে। 



https://channeldurjoy.com/?p=2153

Comments