ভিটাবাড়ীয়ার এলাকাবাসী প্রশাসন এর কাছে দৃস্টি আকর্ষন বর্তা


১ নং ভিটাবাড়ীয়া ইউনিয়নের জোলাগাতি খাল থেকে সৌলা খালের গোড়া মোল্লা বাড়ী পর্যন্ত কচা নদীর পার ভেরিবাধ ২০১৯ সালের মে মাসে কাজ শুরু হয়, ৫০০/৬০০ ফুট রাস্তার কাজ করে বাকি রাস্তা আজও পর্যন্ত কাজ শেষ হয়নি, এমত অবস্তায় বাকি রাস্তা মধ্যে ৫/৬ স্থানে রাস্তা ভেংগে নদীর সাথে ফসলি জমি মিলে যায়, এতে এলাকার ফসলি জমি, ফসল, বিচতলা, বাড়ীঘরের অনেক ক্ষতি হইতেছে, ৬ নং ওয়ার্ডের মেম্বার ও চেয়ারম্যান এর কাছে এলাকার লোকজন ভাংগা রাস্তা বাধার জন্য বললে তারা বলে আমাদের কাছে এ কাজের জন্য কোন বরাদ্দ নেই, এলাকার লোকজন মেম্বার ও চেয়ারম্যান এর কাছে ৫/৭ জন একদিনের ডেলিকাজের লোক চাইছে তাও দেয়নি তারা, তাই এলাকার লোকজন, জমির মলিকগন,বর্গা চাষী গন নিজেদের শারীরিক পরিশ্রম ও আর্থিক অনুদান দিয়ে ভেরীবাধ সংস্কার কাজ করিতছে, এমত অবস্তায় এলাকার গরীব সাধারন মানুষ কি করতে পারে তার জন্য উপজেলা প্রশাসন এর দৃস্টি আকর্ষন করছেন এলাকাবাসী। 


Comments