ভাণ্ডারিয়া পৌর এলাকায় ২৫% মানুষ আক্রন্ত আছে


"করোনা ভাইরাস" 
আমরা রেড জোন এলাকার বাসিন্দা। 


দুঃখ প্রকাশ করে নিজের ফেইসবুক প্রোফাইলে পোষ্ট করলেন ভান্ডারিয়া আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক জনাব এহসান হাওলাদার নিজে হুবাহুব তুলে ধরা হলো।     


"করোনা ভাইরাস" 
আমরা রেড জোন এলাকার বাসিন্দা। 

প্রানের শহর ভাণ্ডারিয়া। আজ বড়ই অচেনা। প্রশাসনের পাশাপাশি দিন,রাত কত সচেতন করলাম,পরিশ্রম করলাম, অনুরোধ করলাম,কি লাভ হলো?আমার ধারনা ভাণ্ডারিয়া পৌর এলাকায় ২৫% মানুষ আক্রন্ত আছে,যেহেতু  আমরা পর্যাপ্ত টেস্ট করতে পারছি না তাই বুঝতেও পারছি না। প্রতিদিন একাধিক মানুষ করোনা লক্ষ্মন 
নিয়ে মারা যাচ্ছে। তারপরেও................ 

যাই হোক,শেষ বারের  মতো আর একবার চেস্টা করে দেখতে তো সমস্যা নাই। মাত্র ২১ টা দিন। খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাহিরে বের হবেন না, ঘরে আমাদের থাকতেই হবে,নিজের জন্য, পরিবারের জন্য,সকলের ভালোর জন্য। 

ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ও পৌরসভার প্রশাসক মহাদয়ের  এর সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ দিন ভাণ্ডারিয়া পৌর এলাকায় সম্পূর্ণ লক ডাউন থাকবে। সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত  মুদি,কাচাঁমাল দোকান (হাটের দিন ব্যাতিত) হাটের দিন মুদি কাঁচা মালের দোকান ও বন্ধ থাকবে এবং শুধু মাত্র ঔষধের দোকান ব্যাতিত সকল দোকান পাট,যানবাহন  বন্ধ থাকবে। সন্ধ্যা ৬ টার পরে কোন অবস্থাতেই ঘর থেকে বাহির হওয়া যাবে না। মাস্ক পরা বাধ্যতামূলক।

প্রশাসনের পাশাপাশি মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সেচ্ছাসেবক। যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগের একঝাঁক নেতা কর্মি এই ২১ দিনের লকডাউন বাস্তবায়নে,জীবনের ঝুঁকি নিয়ে সর্বদা নিয়োজিত থাকবে।আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

মনে রাখবেন জীবনের থেকে মূল্যবান আর কিছু নেই।

মানবতার কল্যানে,মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ভাণ্ডারিয়া।

Comments