ভুল চিকিৎসায় কিংবা তথ্যের জন্য ভোগান্তিতে পরতে হচ্ছে ভান্ডারিয়ায় সাধারণ মানুষদের


ভুল চিকিৎসা কিংবা তথ্যের জন্য ভোগান্তিতে পরতে হচ্ছে সাধারণ মানুষদের এমনি একজন ভোগান্তিমত ব্যাক্তির  ভান্ডারিয়ার প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দৃষ্টি আকর্ষণ বর্তা  দিলেন তার হুবাহু  নিচে তুলে ধরা হলো। 
ভান্ডারিয়ার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ,
ভান্ডারিয়া হাসপাতাল আছে,, 
কিন্তু চিকিৎসা হয় না, বরং রোগীকে বিপদে ফেলে। ভান্ডারিয়া হাসপাতালে একবার নয় আরো অনেক বার বিভিন্ন, অসুস্ত ব্যক্তি কে ভুল তথ্য ও ভুল চিকিৎসা দিয়েছে,, তেমনি আমার ছোট ভাইয়ের জয়েন্ট ছুটে যায়,, কিন্তু ডাক্তার বলে তার কিছু হয় নি, সে ৭ দিনের বিতর সুস্থ হয়ে যাবে,,তারা তাকে ব্যথা ও এন্টিবায়োটিক কিছু ঔষুধ দেয়,, কিন্তু আমরা রোগীকে বরিশাল নিয়ে আসি, তারা বলে জয়েন্ট ছুটে গেছে, এটা হল ভান্ডারিয়া হাসপাতালের চিকিৎসা। তাদের মত ডাক্তারের কারনে ভুল চিকিৎসা ও ভুল তথ্যের জন্য অনেক সাধারন রোগীর মারাকত্ব ভোগে পরে।

এসব কথা তুলে ধরলেন ভুক্তভোগীর ভাই   

Riaz Sharif

Comments