আজ শুক্রবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৌর শহরের বিভিন্ন স্থানে র্যাব সতর্কতা মূলক প্রচারণা চলাকালে ব্যবসায়ী, পথচারীরা মাক্স না পড়ার কারনে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা সহ সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তৌহিদুল ইসলাম এ জরিমানা আদায় করেন। এ সময়ে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বরিশাল RAB-8 এর সিনিয়র এ. এসপি মোঃ ইখতেখারুজ্জামানের নেতৃত্বে র্যাব সদস্যরা ভান্ডারিয়া বাজার সহ পৌর শহরের বিভিন্ন স্থানে তাদের জনসচেতনতা প্রচারণা এবং জরিমানা আদায় করেন। র্যাব এ উপস্থিতি এবং জরিমানা আদায় দেখে ভান্ডারিয়া বাজারে মানুষের ভিড় কমে যায়। উল্লেখ থাকে যে, গত ১৬ জুন ভান্ডারিয়া পৌর শহরে সর্বোচ্চ ৯ জন কোভিড-১৯ এর রেকর্ড করার কারনে ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ভান্ডারিয়াকে রেড জোনে চিহ্নিত করে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। তারপর থেকেই ভান্ডারিয়া উপজেলাবাসীকে সুরক্ষিত রাখতে উপজেলা পরিষদ ও প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সেনাবাহিনী, র্যাব,পুলিশ ও মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন উপজেলা প্রশাসনের পক্ষে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা সহ সব ধরনের সচেতনতা মূলক কর্মসূচি অব্যাহত রেখেছেন।
সংগীত
Comments
Post a Comment