২৪ জুন,২০২০ জেলার কোভিড-১৯ আপডেট
গত ২০,২১ তারিখের ১০ টি নতুন পজেটিভ রোগী সনাক্ত হয়। (ভান্ডারিয়া ০১ জন, নাজিরপুর ০৩ জন, মঠবাড়িয়া ০৪ জন, ইন্দুরকানী ০২ জন)
(উল্লেখ্য যে নাজিরপুরের ০১জন ও ভান্ডারিয়ার ০১ জনের পরীক্ষা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করানো হয়েছে)
জেলায় মোট #পজেটিভ সংখ্যা = ১৫৫+১০=১৬৫
মোট স্যাম্পেল প্রেরনের সংখ্যা- ২১৩০
মোট কোভিড-১৯ #নেগিটিভ- ১২৭৯
মোট পজেটিভ থেকে #সুস্থ হওয়ার সংখ্যা- ৯৩
মোট #পেন্ডিং রিপোট- ৮৫১
📊 পজেটিভ ও সুস্থতা উপজেলা ভিত্তিক :
🔴 সদর উপজেলায় : ৪০ জন (✅ সুস্থ ২৯ জন)
🔴 ভান্ডারিয়া উপজেলায় : ৩৭ জন (✅ সুস্থ ১৫ জন)
🔴 মঠবাড়িয়া উপজেলায় : ৪৬ জন (✅ সুস্থ ২৫ জন)
🔴 কাউখালী উপজেলায় : ০৩ জন (✅ সুস্থ ০২ জন)
🔴 নেছারাবাদ উপজেলায় : ১৪ জন (✅ সুস্থ ০৫ জন)
🔴 ইন্দুরকানী উপজেলায় : ১৩ জন (✅ সুস্থ্য ১১ জন)
🔴 নাজিরপুর উপজেলায় : ১২ জন (✅ সুস্থ্ ০৬ জন)
❌ পজেটিভ কেস হইতে মৃত্যুর সংখ্যা : ০৩ জন।
🛑 পিরোজপুর সদর উপজেলায় : ০১ জন।
🛑 নাজিরপুর উপজেলায় : ০১ জন
🛑 নেছারাবাদ উপজেলায় : ০১ জন।
আাপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন,
সরকারী নিয়মশৃঙ্খলা মেনে চলুন।
স্বাস্থ্য বিভাগ, পিরোজপুর আপনাদের সেবায় নিয়োজিত।
Comments
Post a Comment