প্রশাসক চোখের আড়াল হলেই যেই সেই

১৯/৬/২০২০; ভান্ডারিয়ার কিছু অসাধু ব্যবসায়ী তারা প্রশাসন বা আইনের তোয়াক্কা করেন।  সরকারি আইন নীতি তাদের কিছু যায় আসে না। প্রশাসক চোখের আড়াল হলেই যেই সেই  দোকান অর্ধেক খুলে দোকানদারি করতেছে তাও আবার সামাজিক দূরত্ব বজায় না রেখে। কাদের জন্য এত পরিশ্রম করছেন প্রশাসক সহ বিভিন্ন রাাাজনৈতি নেতা নেত্রিবিন্দুগণ এবং সেচ্ছাসেবীগণ। তবে কি তাদের অক্লাান্ত পরিশ্রম বিথা  যাবে নাতো? 
এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ।

সংগ্রথিত 

Comments