করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং করোনার নমুনা পরীক্ষার লক্ষে পিরোজপুর জেলা হাসপাতালসহ জেলার ৭টি উপজেলা হাসপাতালে ভেন্টিলেটর ও নমুনা সংগ্রহের উপকরণ দিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
তিনি ব্যক্তিগত তহবিল থেকে পিরোজপুর জেলা হাসপাতালসহ জেলার ৭ উপজেলায় ২টি করে মোট ১৪টি ভেন্টিলেটর, করোনা পরীক্ষার জন্য ১ হাজার ৭৫০টি নমুনা সংগ্রহের উপকরণ (শোয়াব ষ্টিক ও টেষ্টটিউব) এবং ৩৫০টি এন-৯৫ মাস্ক প্রদান করেছেন।
আজ বুধবার বিকেলে পিরোজপুর জেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি’র হাতে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমন, নাসির উদ্দিন হাওলাদারসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন
Comments
Post a Comment