পিরোজপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে ২ যুবকের লাশ উদ্ধার


পিরোজপুরের স্বরূপকাঠি ও মঠবাড়িয়া উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ও দুপরে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

জেলার স্বরূপকাঠি উপজেলায় মাসুম (৩৮) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সকালে উপজেলার সন্ধ্যা নদীর শাখা শীতলা খালের মাহমুদকাঠি এলাকায় একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

স্বরূপকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে ভাসমান বিবস্ত্র লাশটি উদ্ধার করা হয়।

পরে লাশের পরিচয়ের জন্য খোঁজ চালালে পার্শ্ববর্তী জগন্নাথকাঠি গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মান্নান নামে এক ব্যক্তি এসে লাশটি তার ছেলে বলে শনাক্ত করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মাসুম একজন খেটে খাওয়া দিনমজুর। গত ২৪ জুন দুপুরে তিনি তার মায়ের কাছে বলে বাড়ি থেকে বের হন। এরপর সে আর বাড়ি ফেরেনি।

তার মা জানান, মাসুম সবসময়ই এরকম বাড়ি থেকে বলে বের হয়ে দুই-তিন দিনে বাড়ি আসতো না।

অন্যদিকে জেলার মঠবাড়িয়ায় উপজেলায় খালে গোসল করতে গিয়ে সোহেল হাওলাদার (৩২) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু ঘটেছে।

শুক্রবার দুপুর একটার দিকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু ঘটে।

নিহত তরুণ সোহেল উপজেলার টিকিকাটা ইউনিয়নের সূর্যমণি গ্রামের আবু কালাম হাওলাদার ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী সোহেল শুক্রবার দুপুরে কয়েক বন্ধুর সঙ্গে গ্রামের খালে গোসল করতে যান। এসময় খালের জোয়ারের পানির তোড়ে তিনি হঠাৎ ডুবে যান।

পরে তার সঙ্গে থাকা অপর বন্ধুরা তাকে আশঙ্কাজনক অবস্থায় খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।




https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.deshrupantor.com%2Fmofossol%2F2020%2F06%2F26%2F227676&h=AT3jLUcMHC47RZU20ffDFLQSNaCHF-1-_10R9HZMQIS5Y8OUT-bXwYxdYV6PX3yuoAk5QKfXTR-M43mR-uP4t289aNjVvP3UWtI0G2SxyFfFdZUD6n8nKV7sUEa5mArV1BVfm5XwoA


Comments