যে দুঃখ পায় ভান্ডারিয়ার দুঃখে যে সুখ পায় ভান্ডারিয়ার সুখে সে আর কেহ নয়
তার পরিচয় তিনি ভান্ডারিয়া উপজেলার নির্বাহী অফিসার নাজমুল আলম নোবিন (Najmul Alam Nobin)
করনা মানুষ জাতিকে যে শিক্ষা দিয়েছে তা নিয়ে কথা বলার কিছু নাই ।
তবুও কিছু মানুষ আছে যার কর্ম বিরতিহীন তার মধ্য তিনি একজন..
দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার!
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভূলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!!
Comments
Post a Comment