ভান্ডারিয়া উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ৪৪ জন, সুস্থ ২০ জন




২৮ জুন,২০২০ পিরোজপুর জেলার কোভিড-১৯ আপডেট

গত ২৪ তারিখের ৫৩ টি রিপোর্ট পাওয়া যায় তারমধ্যে নতুন ১১টি নতুন পজেটিভ সনাক্ত হয়। (জেলা হাসপাতাল ০১জন চিকিৎসক, সদর উপজেলা ০৩ জন, ইন্দুরকানী ০১ জন, মঠবাড়িয়া ০৩ জন, ভান্ডারিয়া ০৩জন)

জেলায় মোট #পজেটিভ সংখ্যা = ১৯৫+১১= ২০৬

মোট স্যাম্পেল প্রেরনের সংখ্যা- ২২৯১

মোট কোভিড-১৯ #নেগিটিভ- ১৫০০

মোট পজেটিভ থেকে #সুস্থ হওয়ার সংখ্যা- ১০৫

মোট #পেন্ডিং রিপোট- ৮৫০

📊 পজেটিভ ও সুস্থতা উপজেলা ভিত্তিক :

🔴 সদর উপজেলায় : ৪৬ জন ( সুস্থ ৩৪ জন)

🔴 ভান্ডারিয়া উপজেলায় : ৪৪ জন ( সুস্থ ২০ জন)

🔴 মঠবাড়িয়া উপজেলায় : ৫৬ জন ( সুস্থ ২৭ জন)

🔴 কাউখালী উপজেলায় : ০৭ জন ( সুস্থ ০২ জন)

🔴 নেছারাবাদ উপজেলায় : ১৭ জন ( সুস্থ ০৫ জন)

🔴 ইন্দুরকানী উপজেলায় : ২০ জন ( সুস্থ্য ১১ জন)

🔴 নাজিরপুর উপজেলায় : ১৬ জন ( সুস্থ্ ০৬ জন)

 পজেটিভ কেস হইতে মৃত্যুর সংখ্যা : ০৫ জন।

🛑 পিরোজপুর সদর উপজেলায় : ০১ জন।

🛑 নাজিরপুর উপজেলায় : ০১ জন

🛑 নেছারাবাদ উপজেলায় : ০১ জন।

🛑 ইন্দুরকানী উপজেলায় : ০১ জন।

🛑 ভান্ডারিয়া উপজেলায় : ০১ জন।

আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন,

সরকারী নিয়ম-শৃঙ্খলা মেনে চলুন।

স্বাস্থ্য বিভাগ, পিরোজপুর আপনাদের সেবায় নিয়োজিত।




Comments