পিরোজপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত


পিরোজপুর বলেশ্বর ব্রীজের উপরে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ শনিবার ভোর রাতে শহরের বলেশ্বর ব্রীজ টোল ঘরের সামনে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল। তবে নিহত ৭৫ বছর বয়স্ক বৃদ্ধর পরিচয় এখনো জানাযায়নি।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, আজ শনিবার ভোর রাত ৪ টার দিকে বাগেরহাট থেকে দ্রুত গতির একটি পিকআপ ভ্যান বলেশ্বর ব্রীজ পাড় হয়ে টোল ঘরে দিকে আসার সময় নিহত ঐ আনুমানিক ৭৫ বছর বয়স্ক ঐ বৃদ্ধকে ধাক্কা দেয় এবং টোল না দিয়েই পালিয়ে যায়। পরে ব্রীজ টোল আদায়ের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি নুরুল ইসলাম বাদল আরো জানান, নিহত বৃদ্ধর পরিচয় এখন জানযায়নি। পুলিশ লাশটি ময়নাতদন্তের পাঠানোর ব্যবস্থা করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fbaleswar24.com%2F%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%259c%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25a7%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%2595%25e0%25a6%25be%2F&h=AT0o7F6sh5VeIa3OKpEhjHvcM3xUy01gy7pCo8KIHddZcYBGRHar6wFE2UB7fQOWjUUimobtcYzjJwr_tOm5jGAORMbyeMpJLW5f9mlsyoYYSfTfihcScqzb2TM-6otjRPczWlVQrw

Comments