ভাণ্ডারিয়া পৌর জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের আহ্বায়ক কমিটি গঠন


ভাণ্ডারিয়া উপজেলার পৌর শাখার জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. জামাল উদ্দিন মিয়া স্বপনকে আহ্বায়ক ও আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিককে সদস্য করে জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া পৌর কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মো. রেজাউল হক রেজভী জোমাদ্দারকে আহ্বায়ক ও মো. মামুনুর রশিদ সরদারকে সদস্যসচিব করে জাতীয় যুব সংহতি ভাণ্ডারিয়া উপজেলা শাখা, মো. নাসিরউদ্দিন দুলাল সরদারকে আহ্বায়ক ও মো. বাহাদুর হোসাইন সরদারকে সদস্যসচিব করে জাতীয় যুব সংহতি ভাণ্ডারিয়া পৌর শাখা, মো. মনির সরদারকে আহ্বায়ক করে এবং আরিফুল ইসলাম শিমূল আকনকে সদস্যসচিব করে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা কমিটি, মো. রাহাত জোমাদ্দারকে আহ্বায়ক ও মো. জহির উদ্দিন অন্তু সরদারকে সদস্যসচিব করে জাতীয় ছাত্র সমাজ ভাণ্ডারিয়া উপজেলা কমিটি এবং মো. মেহেদী হাসান রাজুকে আহ্বায়ক ও মাহবুব শরীফ শুভকে সদস্যসচিব করে জাতীয় ছাত্র সমাজ ভাণ্ডারিয়া পৌর শাখা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী তিন মাসের মধ্যে উপজেলা কমিটির সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

গতকাল শনিবার জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম এবং ভাণ্ডারিয়া উপজেলা কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে এসব কমিটির অনুমোদন দেন।



দৈনিক ইতেফাক

Comments