আপনার ১০ টাকায় পাল্টেযেতো পারে একটি পরিবারের বাসস্থান


একটি অসহায় পরিবারের বসবাসের এই ঘরটি অনেক পুরানো হয়ে গেছে, যার ফলে অনেকাংশে ভেঙ্গে গিয়েছে। এবং ক

কুঁড়েঘর ফাউন্ডেশনর  

 কাছে এ পরিবারটি অনুরোধ জানিয়েছে তাদের ঘরটি মেরামতের জন্য সাহায্য করতে।

এমতবস্থায়, 

কুঁড়েঘর ফাউন্ডেশনর  

 টিম বিষয়টি বিবেচনার জন্য সরেজমিনে পৌঁছে তাদের বাসস্থান এবং পরিবারের সার্বিক অবস্থা যা দেখলো তা আসলেই হৃদয়বিদারক।

এ পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ঘরটি মেরামতের জন্য প্রয়োজনীয় ( টিন, কাঠ সহ ) সরঞ্জাম ক্রয় করে 

কুঁড়েঘর ফাউন্ডেশনর  

 পরিশ্রমে ঘরটি মেরামত করে দিবো। আপনি চাইলে এ কার্যক্রমে অংশ নিতে পারেন।

এক্ষেত্রে শ্রমিক বা কাঠমিস্ত্রী 

কুঁড়েঘর ফাউন্ডেশনর  

 দরকার হয় না এবং হয়তো বা এ খরচটি দিয়েও অন্য এক অসহায়ের সামান্য সেবা করতে পারবো ।

এ কার্যক্রমের জন্য আপনার সহযোগিতা কামনা করছি। আপনার সামর্থ্য অনুযায়ী ১০ টাকা দিয়ে হলেও হেল্প করতে পারেন। 
বিকাশে অনুদান পাঠাতে কিংবা যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে।

01719-974764 ( bKash Personal)


বিঃদ্রঃ এখানে জানিয়ে রাখা ভালো যে 

কুঁড়েঘর ফাউন্ডেশনর  সাথে এই পেইজের কোনো সম্পর্ক নাই।    

  

Comments