ভান্ডারিয়া পৌরসভার সম্পূর্ণ বন্ধ শনিবার ও মঙ্গলবার

দেশজুুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সংক্রমণের মাত্রা বিবেচনায় পুরো দেশকে তিনটি (রেড, ইয়োলো, গ্রিন) জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে রেড জোন চিহ্নিত এলাকা ২১ দিন লকডাউন থাকবে।


আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, পরিস্থিতির উন্নতি হলেই কেবল রেড জোন পরিবর্তন করা হবে। নয়তো সময়সীমা আরো বাড়তে পারে।

করোনার বিস্তার নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বিষয়ক কেন্দ্রীয় কারিগরি গ্রুপের সদস্য সচিব ডা. জহরিুল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রেড জোনে থাকা বাসিন্দারা অনলাইনে বাসা থেকে অফিসের কাজ করবেন।
তবে পুরো দেশে সাধারণ ছুটি কিংবা লকডাউন আর জারি করা হবে না। তাই আগের মতোই আজ থেকে ৩০ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে। শুধু লকডাউন জারি করা এলাকায় সাধারণ ছুটি থাকবে। ভান্ডারিয়া পৌরসভার এই আইনের আয়তায় মধ্যে এবং শনিবার ও মঙ্গলবার সপ্তাহিক দুইটি হাটি সম্পূর্ণবাবে বন্ধ থাকবে বাজার শুধ  মাত্রওষুধের  খোলা রাখা যাবে,  অন্য সকল দোকান, কাঁচাবাজার মাছ বাজার বন্ধ থাকবে।  আদেশক্রমে ভান্ডারিয়া পৌর প্রশাসক।           

Comments