ভান্ডারিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের রাস্তাটির বেহাল দশা

ভান্ডারিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের জেল খানা মোড়ে "সাবেক" (কাউন্সিলর) মরহুম আফজাল আকন সাহেবের বাড়ির সম্মুখ দিয়ে এই রাস্তায় দৈনিক স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী সহ অনেক মানুষের চলাচল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, রাস্তাটির বেহাল দশা অনেকদিন ধরে। এবং এই রাস্তায় প্রায়ই ঘটে ছোট বড়ো দুর্ঘটনা। এই রাস্তার ঠিকাদার হলেন রেজা আহমেদ দুলাল ভাই। সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষকে বহুবার অবহিত করা সত্ত্বেও কোনো সংস্কার মেলেনি। তাই এই এলাকার রাস্তা অতি দ্রুত সংস্কার করে জনগণের দুর্ভোগ কমানোর জন্য মানবতার ফেরিওয়ালা, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান, জনাব #_মিরাজুল_ইসলাম_মহোদয়_ এবং ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার #_জনাব_নাজমুল_আলম_নবিন_স্যারের দৃষ্টি_আকর্ষণ_করছি। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য দায়িত্বরত ঠিকাদারকে অবহিত করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি। অনুরোধ ক্রমে গ্রামবাসী।

Comments