ভান্ডারিয়ায় রবিবার নোভেল করোনা ভাইরাস সংক্রমনে উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলি (৫৬) তার বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলা সদরে,এবং শনিবার অত্র উপজেলার ইকড়ি ইউনিয়নের সিংখালি গ্রামের বাসিন্দা উপজেলা প্রাণীসম্পদ কার্যলয়ের অফিস সহকারী মোঃ নজরুল ইসলামের স্ত্রী (৪৮) , দুজনের মৃত্যু হয়,
এ বিষয় ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান (টিএইচএ) ডাঃ জহিরুল ইসলাম জানান সরকারি কর্মকর্তা শনিবার উপেজলা হাসপাতালে চিকিৎসা নিতে আসে, তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেদিনি বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এবং রবিবার দুপুর আনুমানিক 11.30 মিঃ সময় মারা যায়, এবং গৃহবধু রোগিকে গত শুক্রবার ভর্তি করা হয়, শনিবারে তার অস্থাও গুরুতর হওয়ায় স্বজ্বনরা তাকে খুলনার ২৫০ সজ্যা হাসপাতালে ভর্তি করা হয়, এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ বিষয় ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান (টিএইচএ) ডাঃ জহিরুল ইসলাম জানান সরকারি কর্মকর্তা শনিবার উপেজলা হাসপাতালে চিকিৎসা নিতে আসে, তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেদিনি বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এবং রবিবার দুপুর আনুমানিক 11.30 মিঃ সময় মারা যায়, এবং গৃহবধু রোগিকে গত শুক্রবার ভর্তি করা হয়, শনিবারে তার অস্থাও গুরুতর হওয়ায় স্বজ্বনরা তাকে খুলনার ২৫০ সজ্যা হাসপাতালে ভর্তি করা হয়, এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
Comments
Post a Comment